ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সানিয়াকেও উত্ত্যক্ত করেছিলেন সাব্বির! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৩১ আগস্ট ২০১৮

ব্যাড বয় হিসেবে ইতোমধ্যে খ্যাতি পেয়ে গেছেন ক্রিকেটার সাব্বির রহমানের। সময়টা তার খুব একটা ভালো যাচ্ছে না। নানা অভিযোগে তিনি অভিযুক্ত। সামনের এশিয়া কাপ থেকেও বাদ পড়েছেন তিনি।

ফেসবুকে দুই সমর্থককে অকথ্য ভাষায় গালমন্দ, দর্শক পেটানো এমন সব কর্মকাণ্ডের জন্য শাস্তির অপেক্ষায় আছেন জাতীয় দলের এ ক্রিকেটার। 

এসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই সাব্বিরের বিরুদ্ধে ওঠে এল আরও একটি গুরুতর অভিযোগ।

তা হলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে নাকি উত্ত্যক্ত করেছেন সাব্বির রহমান!

অভিযোগটি অবশ্য চার বছরের পুরনো। সে সময় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে আসেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সঙ্গে এনেছিলেন স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।

অভিযোগ রয়েছে যে, সে সময় নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির।

তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন শোয়েব। বিসিবির নথিতে এই অভিযোগটি লিখিতও নাকি রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে সাব্বির-নাসির-মোসাদ্দেকের নামে নানা অভিযোগ এসেছে। তবে এ ক্ষেত্রে বাকি দুজনকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি